আপনি কি জানেন যে, মাছ কেবল জলের মাঝেই সুখী থাকে? যদি আপনি তাকে জল থেকে তুলে সোনার প্লেটে রাখেন, তবুও সে শান্তি পাবে না। তেমনভাবে, মানুষও ঈশ্বরের আদেশ মেনে চলার মাধ্যমেই প্রকৃত শান্তি খুঁজে পায়। ঈশ্বরের কাছ থেকে আসা একমাত্র সত্য ধর্ম কোনটি? জানতে নিচের লিঙ্কে ক্লিক করে জেনে নিন।

পরিপূর্ণ শান্তি পেতে অর্থের দিকে তাকিয়ে ঈশ্বরের কথাগুলো একবার শুনুন

সত্যিকার ঈশ্বরের পরিচয় জানুন

সত্যিকার ঈশ্বরের পরিচয় জানুন

ঈশ্বরের কথা শুনুন

শান্তি সম্পর্কে যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগে, তবে আমরা আগ্রহের সাথে আপনার কথা শুনতে প্রস্তুত। আমাদের সাথে যোগাযোগ করুন [email protected] ঠিকানায়। আপনার প্রতিটি শব্দ আমাদের কাছে মূল্যবান।

যীশুর জন্য ভালোবাসা

যীশুর জন্য ভালোবাসা:

যীশু তাঁর সারা জীবন ধরে মানুষকে ভালোবেসে গেছেন। মানুষের জীবনের চির প্রশান্তি ও সফলতাই ছিল তাঁর জীবনের লক্ষ্য। কিন্তু যীশুকে কি মানুষ সেভাবে ভালবাসতে পেরেছে যেভাবে তাঁকে ভালোবাসা উচিত?


যীশু কি কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন? আপনি কি কখনো যীশুর সত্য খুঁজে দেখার চেষ্টা করেছেন? যদি বিশ্বাস করে থাকেন আপনি যীশুকে ভালোবাসেন, তাহলে আপনার কি উচিত নয় যীশু আজীবন যেই সত্য প্রচার করে গেছেন তা জানা?

জীবনে শান্তি ও উদ্দেশ্যের খোঁজে:

হাজারো খ্রিষ্টান পরিবারের সন্তান পরবর্তীতে খুঁজে পেয়েছেন যীশু এবং ঈশ্বরের সত্য। কীভাবে?

তাঁরা শুনেছেন তাঁদের হৃদয়ের কথা। যে হৃদয়কে ঈশ্বর সৃষ্টি করেছেন ঈশ্বরকে মেনে চলার জন্য। হৃদয় শান্তি ও সুখের সন্ধান পায় কেবল মাত্র যদি সে তার উদ্দেশ্য খুঁজে পায়। একটা গতানুগতিক জীবন যাপন তারপর একদিন হুট করে পৃথিবী থেকে চলে যাওয়া- এটা সেই উদ্দেশ্য নয়। প্রকৃত উদ্দেশ্য হল ঈশ্বরকে চিনতে পারা ও ঈশ্বরের নির্দেশ মেনে চলা। যিনি সমগ্র মানব জাতির ঈশ্বর এবং যীশু যাঁর প্রেরিত দূত।

ঈশ্বর আপনার ফিরে আসার অপেক্ষায় আছেন:

ঈশ্বর পরম করুণাময় ও পরম দয়ালু। ঈশ্বর জানেন কখনো আপনি কষ্ট পাচ্ছেন। ঈশ্বর জানেন কখন আপনি হতাশা আর দুঃখের ভারে জর্জরিত। ঈশ্বর আপনার প্রতি পরম যত্নশীল। ঈশ্বর পৃথিবীতে তাঁর দূত পাঠিয়েছেন যাতে মানব হৃদয় শান্তি খুঁজে পায়। ঈশ্বর যেমন যীশুকে পাঠিয়েছেন দূত হিসেবে তেমনি যীশুর পর মুহাম্মাদ (সা.) কে পাঠিয়েছেন দূত হিসেবে, মানুষকে অনন্ত সুখের চিরস্থায়ী স্বর্গের পথে আহ্বান জানাতে।

সত্য ও শান্তি খুঁজে পেয়েছেন যারা তাদের কিছু কথা:

আলিয়াহ্ উম্ম রাইয়ান:

রোজকার সাধারণ জীবনেরও একটা উদ্দেশ্য থাকতে হবে। একটা গাছের পাতার দিকে তাকান। কী সূক্ষ্ম ও সুনিপুণ তার গঠন শৈলী। চিন্তা করে দেখুন- এই পাতারও একটা উদ্দেশ্য আছে। আপনিও তো এই পাতার মতই সৃষ্টিকুলের অংশ। আপনার কি তাহলে কোনো উদ্দেশ্য থাকবে না?

অ্যাশলি বেলাল:

আমাদের চিন্তা করতে শিখতে হবে। আমরা জীবন যাপনের ব্যস্ততায় এত মশগুল হয়ে যাই যে ভেবে দেখি না আমরা বেঁচে আছি কোন উদ্দেশ্যে। ধর্ম উত্তরাধিকারের মত হওয়া উচিত না। আমাদের সত্যের সন্ধান করতে হবে।

আরনোড ভ্যান ডুর্ন:

মিডিয়া বা রাজনীতিবিদদের কথা শুনবেন না। নিজে অনুসন্ধান করুন। দেখবেন ইন শা আল্লাহ্‌ আপনি অনুধাবন করবেন যে প্রকৃত সত্য ও সমাধান হল ইসলাম। (নেদারল্যান্ডসের প্রাক্তন ইসলাম বিদ্বেষী রাজনীতিবিদ)

জোরাম ভ্যান ক্ল্যাভরেন:

মুসলিম হওয়ার পর আমি এখন অনেক সুখী। আমি সবাইকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানাতে চাই। কারণ ইসলাম আপনার আত্মাকে শান্তি দেবে, আপনার মনকে শান্তি দেবে। ইসলামই সত্য এবং ইসলামের সত্য অনুরণিত করে হৃদয়কে।